
সিউড়ি, সজল সেখ : বৃহস্পতিবার গভীর রাতে চাঞ্চল্যকর ঘটনা সিউড়ি শহরে। জানা গিয়েছে, রাত প্রায় ২টা ৩০ মিনিট নাগাদ সিউড়ি মিউনিসিপ্যালিটি গার্লস স্কুলের সামনে একটি বালি ভর্তি লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে উল্টে যায়।
সৌভাগ্যবশত, লরি চালক ও খালাসী অল্পের জন্য প্রাণে বেঁচে যান। তারা সামান্য আহত হলেও বড় কোনও বিপদ এড়ানো সম্ভব হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, লরিটি সিউড়ি থেকে সাঁইথিয়ার দিকে যাচ্ছিল।

ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ালেও পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্থানীয়রা জানিয়েছেন, ওই এলাকায় রাতে ভারী গাড়ি চলাচলের সময় দুর্ঘটনার ঝুঁকি থেকেই যায়।