জেলার খবর

তৃণমূল কর্মীর বাড়িতে বিস্ফোরণ

তৃণমূল কর্মীর বাড়িতে বিস্ফোরণ

সদাইপুর, আমার খবর : বীরভূমের সদাইপুর থানার তুরুক বড়িহাট গ্রামে ঘটে গেল ভয়াবহ বিস্ফোরণ। স্থানীয় সূত্রে খবর, তৃণমূল কর্মী হিসাবে পরিচিত শেখ গরিবের বাড়ির দোতলায় বিস্ফোরণের ঘটনাটি ঘটতেই তীব্র শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। মুহূর্তে ছুটে আসে আশপাশের বাসিন্দারা, ছড়িয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্য।

প্রাথমিকভাবে জানা গেছে, ঘটনায় এখনো পর্যন্ত কোনো আহত বা হতাহতের খবর মেলেনি। তবে ঘটনার পর থেকেই পলাতক শেখ গরিব ও তাঁর পরিবারের সদস্যরা। ইতিমধ্যেই বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। বিস্ফোরণের সঠিক কারণ উদঘাটনে চলছে খতিয়ে দেখা।

পুলিশের প্রাথমিক অনুমান, বিস্ফোরণের নেপথ্যে বিস্ফোরক মজুত থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে নিশ্চিত হতে তদন্ত চলবে।

বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।

Related Articles

Back to top button