জেলার খবর
Trending

নয়াদিল্লিতে পজিটিভ বার্তার ন্যাশনাল অ্যাওয়ারনেস কনক্লেভ

নয়াদিল্লিতে পজিটিভ বার্তার ন্যাশনাল অ্যাওয়ারনেস কনক্লেভ

নয়াদিল্লি, ৬ সেপ্টেম্বরঃ কনস্টিটিউশন ক্লাবে পজিটিভ বার্তার আয়োজিত ন্যাশনাল অ্যাওয়ারনেস কনক্লেভে দেশের অন্যতম সবুজ উদ্যোগ ‘এক বছরে এক কোটি গাছ’-এর সাফল্য উদযাপিত হল। এই জনআন্দোলনে কৃষক, ছাত্র-ছাত্রী, নারী উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবকদের ভূমিকা বিশেষভাবে তুলে ধরা হয়।

পজিটিভ বার্তার প্রতিষ্ঠাতা ও সিইও ড. মলয় পীট বলেন, “প্রতিটি চারাগাছ আমাদের পৃথিবীর প্রতি দায়িত্ববোধের প্রতীক।” অনুষ্ঠানে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় নারী উদ্যোক্তাদের অবদানকে।

কনক্লেভে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষক ড. আয়নজিৎ সেন, জাতীয় নেতা ড. পরিমল কান্তি মণ্ডল, শ্রম মন্ত্রকের উপসচিব সন্দীপ বর্মা, ভারসোল সলিউশনস ডিরেক্টর বৈভব পরাশর, ডাঃ সুরেশ সিংভি সহ বিশিষ্ট সাংবাদিকরা। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে গণমাধ্যমের ভূমিকা নিয়েও আলোচনা হয়।

এই সভায় Positive বার্তার ভাবনা ও আগামীদিনের পরিকল্পনা ব্যক্ত করেন ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের সহ সভাপতি সৌগত পীট।

আয়োজকদের ঘোষণায় জানানো হয়, আগামী দিনে গ্রিন মিশন আরও সম্প্রসারিত হবে, নতুন ক্ষেত্রকে যুক্ত করে তৃণমূল স্তরে পরিবেশ রক্ষার কাজ জোরদার করা হবে।

বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।

Related Articles

Back to top button