
রামপুরহাট, আমার খবর : বীরভূমের রামপুরহাট রেল স্টেশনে দিনের আলোয় চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনা। সোমবার সকাল সাড়ে আটটার কিছু আগে রামপুরহাট–অণ্ডাল মেমু ট্রেনে শাশুড়িকে চাপাতে এসে সোনার চেন খোয়ালেন রামপুরহাট শহরের ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও পেশায় শিক্ষক বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়।
অভিযোগ, যখন তিনি ব্যাগপত্র ট্রেনের বগিতে তুলছিলেন, তখন পিছন দিক থেকে এক দুষ্কৃতী হঠাৎই গলা থেকে সোনার চেন টেনে নিয়ে চম্পট দেয়। ঘটনাটি ঘটে ১ নম্বর নম্বর প্ল্যাটফর্মে। হঠাৎ এই ধরনের ছিনতাইকে কেন্দ্র করে রেল যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ওই শিক্ষক রেল পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। তবে জানা গিয়েছে, ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরা খারাপ থাকায় দুষ্কৃতীকে সনাক্ত করা সম্ভব হয়নি।
বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।