বোলপুর স্কুলবাগানে মহিলার পচাগলা দেহ উদ্ধার
বোলপুর স্কুলবাগানে মহিলার পচাগলা দেহ উদ্ধার

বোলপুর, মুনতাজ রহমান : বোলপুর স্কুলবাগান এলাকায় এক মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মৃতার নাম সোম শুক্লা পোড়ে (মধ্যবয়স্কা, অবিবাহিতা)। তিনি স্কুলবাগানের বিশাল দ্বিতল বাড়িতে একাই থাকতেন।
সোমবার থেকেই আশেপাশের বাড়িগুলিতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছিল। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ওই ওয়ার্ডের কাউন্সিলর বিমল আছিস ভট্টাচার্যকে। তিনি বিষয়টি বলব থানার পুলিশকে জানান বোলপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ভেতরে ঢোকে। সেখানেই ওই মহিলার পচাগলা দেহ উদ্ধার করে পুলিশ। পরে দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়।
কীভাবে মৃত্যু হয়েছে তা স্পষ্ট নয়। পুলিশের প্রাথমিক অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হতে পারে। তবে সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে বোলপুর থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহিলাটি নির্জনভাবে থাকতেন এবং খুব একটা মেলামেশা করতেন না। সম্ভ্রান্ত স্কুলবাগান এলাকায় এমন ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে।
বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।