জেলার খবর
Trending

সন্তোষ পাঠশালা ও শিক্ষাসত্রের বার্ষিক শিল্প প্রদর্শনী শুরু নন্দনে

সন্তোষ পাঠশালা ও শিক্ষাসত্রের বার্ষিক শিল্প প্রদর্শনী শুরু নন্দনে

শান্তিনিকেতন, মুনতাজ রহমান : সন্তোষ পাঠশালা ও শিক্ষাসত্রের বার্ষিক শিল্প প্রদর্শনী শুরু হলো বিশ্বভারতীর কলাভবনের নন্দনের দ্বিতলে। সোমবার প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষাসত্রের প্রাক্তন অধ্যক্ষ, অধ্যাপক ও অধ্যাপিকারা। প্রদর্শনী চলবে আগামী ১২ই সেপ্টেম্বর পর্যন্ত।

এবারের প্রদর্শনীতে কয়েকশো ছাত্র-ছাত্রীর সারা বছরের সৃজনশীল কাজ জায়গা পেয়েছে। ছবি আঁকা, কাঠের কাজ, বাতিক, উলের কাজ থেকে শুরু করে মাটির শিল্পকর্মে ভরে উঠেছে প্রদর্শনীর প্রতিটি কোণ।

ছাত্র-ছাত্রীদের মতে, অন্য বিদ্যালয়ের তুলনায় বিশ্বভারতীর বিশেষত্ব হলো— এখানে পড়াশোনার পাশাপাশি হাতে-কলমে কারু ও শিল্প শিক্ষার উপরও বিশেষ জোর দেওয়া হয়। নিজেদের নানা চিন্তাভাবনা প্রদর্শনীতে স্থান পাওয়ায় ভীষণ খুশি তারা।

বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।

Related Articles

Back to top button