জেলার খবর
Trending

রামপুরহাটে অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে বাধার মুখে প্রশাসন

রামপুরহাটে অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে বাধার মুখে প্রশাসন

রামপুরহাট, আমার খবর : বীরভূমের রামপুরহাট শহরে ফুটপাতের উপর অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে বাধার মুখে পড়ে পিছু হটতে বাধ্য হল প্রশাসন। মঙ্গলবার রাতে রামপুরহাট মহকুমা প্রশাসনের উদ্যোগে পশু হাসপাতাল সংলগ্ন এলাকায় ফুটপাত দখল করে গড়ে ওঠা স্থাপনা ভাঙতে গেলে বাধা দেন রামপুরহাট ফুটপাত উচ্ছেদ বিরোধী যৌথ মঞ্চের সদস্যরা।

এসময় ফুটপাত ব্যবসায়ীদের সঙ্গে প্রশাসনিক আধিকারিকদের তীব্র বচসা বাধে। শেষ পর্যন্ত ব্যবসায়ীদের প্রতিবাদের মুখে অভিযান স্থগিত রাখে প্রশাসন।

ফুটপাত ব্যবসায়ীদের অভিযোগ, প্রায় ১৪ মাস আগে রামপুরহাট শহরের সমস্ত ফুটপাত থেকে তাঁদের উচ্ছেদ করা হয়েছিল। তখন প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল হকার জন জোন গড়ে তোলা হবে। কিন্তু এতদিন পরেও সেই প্রতিশ্রুতি কার্যকর হয়নি। ফলে পুজোর মুখে ফের উচ্ছেদের নোটিশে অসহায় পরিস্থিতিতে পড়েছেন ব্যবসায়ীরা। তাঁদের দাবি— সংসার চালানোই এখন বড় চ্যালেঞ্জ।

অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শহরের ফুটপাতে স্থায়ীভাবে কোনও দোকান গড়ে তোলার অনুমতি দেওয়া হবে না।

বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।

Related Articles

Back to top button