জেলার খবর
Trending
ফের স্বমহিমায় অনুব্রত। সিপিএম, বিজেপিকে হুংকার
ফের স্বমহিমায় অনুব্রত। সিপিএম, বিজেপিকে হুংকার

ইলামবাজার, আমার খবর : ২০০৮ সাল, বাম জামানা। বীরভূমের ইলামবাজার ব্লকে জঙ্গলমহল এলাকায় আদিবাসীদের মিলনমেলা অনুব্রত মণ্ডলের হাত ধরে সূচনা হয়েছিল। ১৭ বছর পর সেই মিলন মেলার রাজনৈতিক কর্মসূচি থেকে বিজেপি কে হুংকার অনুব্রত মন্ডলের। ২০১১ সালে সিপিএমকে তাড়িয়েছিলাম, ২৬ এর বিধানসভা নির্বাচনে বিজেপিকে তাড়াবো।
জেলা তৃণমূল কোর কমিটির কনভেনার অনুব্রত বলেন, ২০০৮ সালে ইলামবাজার ব্লকে জঙ্গলমহলে মিলন মেলার উদ্বোধন করেছিলাম। তখন বলেছিলাম বীরভূম থেকে সিপিএমকে তাড়াবো। ৩৪ বছর শোষণ করেছে বাম সরকারকে তাড়িয়েছি। আমি কাউকে ভয় পাই না। ২৬-এর বিধানসভা নির্বাচনে বিজেপিকে তাড়াবো।

পাশাপাশি এদিন, দল ঘোষণা করার আগে বোলপুরে বিধানসভার প্রার্থী চন্দ্রনাথ সিংহ আগেই ঘোষণা করলেন অনুব্রত।
বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।