ফাঁস লাগানো অবস্থায় যুবকের মৃতদেহ উদ্ধার
ফাঁস লাগানো অবস্থায় যুবকের মৃতদেহ উদ্ধার

নলহাটি, আমার খবর : বীরভূম জেলার নলহাটি ২ নম্বর ব্লকের ভদ্রপুর গ্রামে মর্মান্তিক ঘটনায় উত্তেজনা ছড়ালো বুধবার সকালে রায়পুর সংলগ্ন ব্রাহ্মণী নদীর তীরবর্তী নিমগাছের নিচে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার হয় উজ্জ্বল বিত্তার নামে এক ব্যক্তির মৃতদেহ। মৃতের বয়স প্রায় ৪০ বছর। প্রায় ২০ বছর ধরে তিনি ভদ্রপুরের রায়পুর গ্রামে ঘর জামাই হিসেবে বসবাস করছিলেন। তাঁর আসল বাড়ি মুর্শিদাবাদ জেলার কান্দি এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে তিনি গ্রামেই কিছু বন্ধুর সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। কিন্তু গভীর রাতে আর বাড়ি ফেরেননি। রাতভর খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। অবশেষে বুধবার সকালে নদীর ধারে স্থানীয়রা নিম গাছের ডালে গলায় গামছার ফাঁস লাগানো অবস্থায় তাঁর দেহ মাটিতে পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গেই খবর যায় নলহাটি থানায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান নলহাটি থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক মোহাম্মদ আলী ও অন্যান্য পুলিশকর্মীরা। তাঁরা মৃতদেহ উদ্ধার করে রামপুরহাট গভারমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান। পুলিশের প্রাথমিক অনুমান, গলায় ফাঁস দিতে গিয়ে গামছার ফাঁস হঠাৎ ফসকে যাওয়ায় মাটিতে পড়ে মৃত্যু হয়েছে। যদিও ঘটনাটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার জেরে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় গ্রামবাসীরা এই ঘটনায় হতবাক ও আতঙ্কিত। একদিকে শোকের আবহ, অন্যদিকে জল্পনা—ঠিক কীভাবে মৃত্যু হলো উজ্জ্বল বিত্তারের এই প্রশ্নে সরগরম ভদ্রপুর গ্রাম।