নেপালের পরিস্থিতিতে উদ্বিগ্ন সিউড়ির ডাক্তার
নেপালের পরিস্থিতিতে উদ্বিগ্ন সিউড়ির ডাক্তার

সিউড়ি, সজল সেখ : বীরভূমের সিউড়ি শহরে গত ৯ বছর ধরে চিকিৎসক হিসেবে কর্মরত দিবেশ মারাসিনি নেপালের বর্তমান অস্থির পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগে রয়েছেন। পরিবারের সঙ্গে বারবার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছিলেন তিনি। তবে শেষমেষ এদিন অর্থাৎ বুধবার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পেরে কিছুটা স্বস্তি পান।
নেপাল থেকে তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটিতে বর্তমানে কারফিউ জারি রয়েছে। প্রশাসনের নির্দেশে কেউই বাড়ির বাইরে বেরোতে পারছেন না। পরিবার আপাতত নিরাপদে থাকলেও আতঙ্ক কাটছে না।

চিকিৎসক দিবেশ মারাসিনি জানিয়েছিলেন, এবছর দুর্গাপুজোর সময় বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। কিন্তু নেপালের উত্তপ্ত পরিস্থিতির কারণে সেই পরিকল্পনা আপাতত বাতিল করেছেন। সংবাদমাধ্যমকে তিনি জানান, “পরিবারের জন্য আমি ভীষণ চিন্তিত। তবে নেপালের প্রশাসনের উপর আমার আস্থা আছে। আশা করি, দ্রুত সমস্যার সমাধান হবে এবং সাধারণ মানুষ নিরাপদে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।”
বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।