জেলার খবর

“আমাদের পাড়া, আমাদের সমাধান” কর্মসূচিতে অনুব্রত মণ্ডল

“আমাদের পাড়া, আমাদের সমাধান” কর্মসূচিতে অনুব্রত মণ্ডল

বোলপুর, আমার খবর : “পাড়ায় পাড়ায় সমাধানে” কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বোলপুর পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডে পৌঁছলেন অনুব্রত মণ্ডল। এলাকার নানান অভাব-অভিযোগ ও ভবিষ্যতের উন্নয়নমূলক চাহিদার খোঁজখবর নিলেন তিনি।

পাড়ার মহিলারা শঙ্খ, উলুধ্বনি এবং ঢাক বাজিয়ে ঐতিহ্যবাহীভাবে বরণ করে নেন অনুব্রত মণ্ডলকে। এরপর তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং রাস্তাঘাট, আলো, পানীয় জলসহ নানা সমস্যার সরাসরি খোঁজ নেন। বাসিন্দাদের মতামত গুরুত্ব সহকারে শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বোলপুর পৌরসভার পৌর মাতা পর্ণা ঘোষও। স্থানীয়দের মতে, এই উদ্যোগ মানুষের সমস্যার দ্রুত সমাধান ও উন্নয়নের গতি বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে।

বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।

Related Articles

Back to top button