জেলার খবর
Trending

পদ্মফুলের চাহিদা পূরণে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন পদ্মচাষীরা

পদ্মফুলের চাহিদা পূরণে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন পদ্মচাষীরা

বোলপুর, দেবস্মিতা চট্টোপাধ্যায় : পদ্মফুল ছাড়া দুর্গাপুজো ভাবাই যায় না। শাস্ত্রমতে দেবীর পুজোয় ১০৮টি পদ্ম অর্পণের প্রথা রয়েছে। সেই কারণেই দুর্গোৎসবের আগে পদ্মফুলের চাহিদা বেড়ে যায় বহুগুণে। এই চাহিদা পূরণে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন পদ্মচাষীরা।
আগেকার দিনে পুজোর সংখ্যা ছিল তুলনামূলকভাবে কম, ফলে ফুলের চাহিদাও ছিল সীমিত। কিন্তু এখন পুজোর সংখ্যা বেড়ে যাওয়ায় পদ্মের চাহিদা আকাশছোঁয়া। অথচ দুঃখের বিষয়, একদিকে যেমন ফুলের প্রয়োজনীয়তা বাড়ছে, অন্যদিকে দিনকে দিন কমে যাচ্ছে পুকুরের সংখ্যা।

অনেক ক্ষেত্রেই বড় পুকুর থাকা সত্ত্বেও জল নষ্ট হওয়ার ভয়ে মালিকেরা পদ্মচাষ করতে দিতে চান না। ফলে পদ্মচাষীদের জন্য বড় উদ্বেগের বিষয় হয়ে গেছে এটি।
তবুও দুর্গাপুজোয় পদ্মের যোগান নিশ্চিত করতে কয়েক মাস আগে থেকেই কাজে নেমে পড়েন চাষী ভাইয়েরা। ভোরবেলা পুকুরে নেমে পদ্ম তুলে তা বিশেষ ভাণ্ডারে মজুদ করা হয়। পুজোর আগে সেই ফুলগুলি স্টোর থেকে বের করে রওনা দেন কলকাতার পথে, যেখানে পদ্মফুলের দাম তুলনামূলক বেশি।


বোলপুরের শুড়িপাড়ার পদ্মচাষী যোগানন্দ বালা জানান, পুকুরের সংখ্যা ক্রমশ কমে যাওয়ায় চাষ করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। তবুও তিনি কিছু পুকুরের ব্যবস্থা করেছেন, সেখান থেকেই প্রতিদিন পদ্ম তুলে সংরক্ষণ করছেন। পুজোর আগে কলকাতায় গিয়ে সেই ফুল বিক্রি করবেন। সেই আয়েই সংসার চলবে কিছুদিন।


এভাবেই বছরের পর বছর পদ্মচাষ করে যাচ্ছেন তিনি। তাঁর তোলা পদ্মফুল পৌঁছে যাচ্ছে নানা পুজোমণ্ডপে, যেখানে দেবী দুর্গাকে অর্পণে সেই ফুল হয়ে উঠছে অপরিহার্য।

বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।

Related Articles

Back to top button