আমেরিকার পুজোয় বাউলগান শোনাবেন রাজু দাস বাউল
আমেরিকার পুজোয় বাউলগান শোনাবেন রাজু দাস বাউল

বোলপুর, দেবস্মিতা চট্টোপাধ্যায় : দুর্গাপুজো মানে শুধুই ধূপধুনো আর ঢাকের বাজনা নয়, থাকে বাংলার মাটির গানও। এবার বাউলের সুর পৌঁছে যাচ্ছে ভিনদেশে। বীরভূমের শিল্পী রাজু দাস বাউল এবারের পুজোয় যাচ্ছেন যুক্তরাষ্ট্রে, প্রবাসী বাঙালির মণ্ডপে বাউলগান পরিবেশন করতে। পুজোতে সবাই যখন বাড়ি ফেরেন, তিনি বাড়ি ছেড়ে বেরিয়ে পড়বেন সুদূরের হাতছানিতে। এতেই আনন্দ তাঁর, জীবনের প্রাপ্তি বলে জানালেন রাজুবাবু।
বাউলের প্রতি আকর্ষণ তৈরি হয়েছিল অনেক ছোটবেলায়। তাঁর বাবা, বাউলশিল্পী শ্রীদাম দাস বাউল–এর গানই ছিল প্রথম অনুপ্রেরণা। বাবার সঙ্গে থাকা, তাঁর গানের সুর ও বাউল দর্শনের শিক্ষা থেকেই পথচলা শুরু।

আজ সেই উত্তরাধিকারকে সঙ্গী করেই তিনি মাটির গানকে নিয়ে যাচ্ছেন আন্তর্জাতিক মঞ্চে।
প্রবাসে বসেও পুজোর সময়ে বাঙালিরা মাটির গন্ধ, বাংলার আবহ খুঁজে পান নানা আয়োজনে। রাজু দাস বাউলের সুরেলা কণ্ঠে যখন বেজে উঠবে বাউলের গান, তখন আমেরিকার পুজোতেও মিলবে বাংলার গ্রামীণ মাটির টান।
বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।