জেলার খবর
Trending

নানুরে ভয়াবহ বাইক দুর্ঘটনা, মৃত্যু ২, আশঙ্কাজনক ২

নানুরে ভয়াবহ বাইক দুর্ঘটনা, মৃত্যু ২, আশঙ্কাজনক ২

নানুর, মুনতাজ রহমান : বীরভূমের নানুরে ফের ভয়াবহ সড়ক দুর্ঘটনা। সোমবার আনুমানিক বেলা ১২টা নাগাদ নানুরের নতুনগ্রামের বাদশাহী রোডে পেট্রোল পাম্পের কাছে মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন দুই বাইক আরোহী। গুরুতর আহত আরও দু’জন। আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজে পাঠানো হয়েছে তাদের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চারজন দুটি মোটরবাইকে করে দুই দিক থেকে আসছিলেন। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে যায় বাইক। এরপরই দুটি বাইকের মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই আরোহীর।

মৃত ও আহতদের নাম— মকবুল সেখ, আব্দুলা সেখ, রাম দাস ও রাজু দাস। এর মধ্যে তিনজনের বাড়ি নানুরে, একজন মঙ্গলকোটের বাসিন্দা। ঘটনার জেরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।

Related Articles

Back to top button