জেলার খবর

ছোটোবেলার নেশা আজও কাটেনি প্রতিমা শিল্পী গোকুল আনন্দ পালের

ছোটোবেলার নেশা আজও কাটেনি প্রতিমা শিল্পী গোকুল আনন্দ পালের

বোলপুর, দেবস্মিতা চট্টোপাধ্যায় : ছোটোবেলার নেশা আজও কাটেনি। মাটি দিয়ে প্রতিমা গড়ার নেশাতেই জীবন কেটেছে লায়েকবাজারের প্রতিমা শিল্পী গোকুল আনন্দ পালের। বয়সের ভার, শারীরিক অসুস্থতা—কিছুই দমাতে পারেনি তাঁকে। আজও সারা বছর ব্যস্ত থাকেন প্রতিমা তৈরির কাজে।
গোকুলবাবুর কথায়, “কবে যে নেশায় পড়ে গেলাম বুঝতেই পারিনি। যত দিন গেছে, প্রতিমা গড়ার প্রতি টান আরও বেড়েছে।”


সেই ছোটোবেলার স্বপ্ন আজ বাস্তব। বোলপুর লায়েকবাজার বাইপাশ সংলগ্ন তাঁর কারখানা “মনোরমা মৃৎশিল্প” আজ সক্রিয়ভাবে প্রতিমা গড়ার অন্যতম কেন্দ্র। এখানে সারা বছর ১০ থেকে ১২ জন কারিগর কাজ করেন। শুধু তাই নয়, তাঁর ছেলে সৌমিত্র পাল, পুত্রবধূ এবং অন্যান্য আত্মীয়রাও দক্ষ শিল্পী হয়ে এই কাজে যুক্ত হয়েছেন।
দুর্গাপুজোতে এই কারখানার ব্যস্ততা থাকে তুঙ্গে। এক মরশুমে ৫০টিরও বেশি প্রতিমা তৈরি হয় এখানে। শুধু বোলপুর নয়, বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে প্রতিমা যায় তাঁদের কারখানা থেকেই।
তবে গোকুলবাবুর অভিজ্ঞতায়, সময় অনেক বদলেছে। প্রতিমার রং ও সাজসজ্জায় এসেছে নতুনত্ব, দামও বেড়েছে বহুগুণ। ফলে শ্রম যেমন বেড়েছে, তেমনি এসেছে চ্যালেঞ্জও। তবুও দীর্ঘদিন ধরে এই শিল্পের সঙ্গে যুক্ত থাকতে পেরে খুশি তিনি।


আজও পরিবারের সকলে একসঙ্গে হাত লাগিয়ে গড়ে চলেছেন মূর্তি। মাটির গন্ধেই যেন মিশে আছে তাঁর জীবনের আনন্দ।

বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।

Related Articles

Back to top button