জেলার খবর
Trending

সোশ্যাল মিডিয়ায় প্রেম, শেষমেশ বিয়ের বন্ধনে দুই মহিলা

সোশ্যাল মিডিয়ায় প্রেম, শেষমেশ বিয়ের বন্ধনে দুই মহিলা

দুবরাজপুর, শেখ অলি মহম্মদ : সামাজিক মাধ্যমের মাধ্যমে সম্পর্ক গড়ে ওঠার ঘটনা নতুন নয়। তবে এবার ইনস্টাগ্রামে প্রেম করে বিয়ে করলেন দুই মহিলা। ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুরে।

খয়রাশোলের বাসিন্দা সুস্মিতা চ্যাটার্জীর প্রেমের টানে মালদা জেলার ইংলিশবাজার থেকে ছুটে আসেন নমিতা দাস। প্রায় তিন বছর আগে ইনস্টাগ্রামে তাদের পরিচয় হয়, সেখান থেকেই ধীরে ধীরে শুরু হয় প্রেম। দুই বছর আগে থেকে সম্পর্কে জড়িয়ে পড়ে বিয়ের সিদ্ধান্ত নেন দু’জনে।

সম্প্রতি দুবরাজপুরের এক শিব মন্দিরে বৈবাহিক জীবনে প্রবেশ করেন তারা। নমিতা দাসের বয়স ৩১ বছর, কয়েক বছর আগে তিনি ডিভোর্সড হয়েছেন এবং তাঁর চার বছরের এক পুত্র সন্তান রয়েছে। অন্যদিকে, ২৮ বছরের সুস্মিতা চ্যাটার্জিও ডিভোর্সড, তাঁর এক কন্যা সন্তান রয়েছে, তবে সেই কন্যা বাবার কাছেই থাকবে বলে জানিয়েছেন তিনি।

নমিতা জানান, তাঁর বাবা-মা কেউ বেঁচে নেই। তবে সুস্মিতার বাবা-মা এই সম্পর্ক মেনে নিয়েছেন। বিয়ের পর কলকাতায় ফিরে যাবেন বলে জানিয়েছেন নবদম্পতি।

এই খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমায় বহু মানুষ।

বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।

Related Articles

Back to top button