জেলার খবর
Trending
রামপুরহাট শহরে উচ্ছেদের ভয় নেই, আশ্বাস বিধায়কের
রামপুরহাট শহরে উচ্ছেদের ভয় নেই, আশ্বাস বিধায়কের

রামপুরহাট, আমার খবর : কয়েকদিন আগে রাতের অন্ধকারে ফুটপাত উচ্ছেদ করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় প্রশাসনকে। সেই বিক্ষোভ থেকে স্থানীয় বিধায়কের বিরুদ্ধে খুব সৃষ্টি হয়। সেই বিক্ষোভ সামাল দিতে রামপুরহাট শহরের ফুটপাত ব্যবসায়ীদের সমস্যা মেটাতে মঙ্গলবার দুপুরে বৈঠক হলো মহকুমা শাসকের দপ্তরে। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের বিধায়ক আশীষ বন্দ্যোপাধ্যায়।
বৈঠকের শেষে আশিষ বন্দ্যোপাধ্যায় জানান, কোনো ফুটপাত ব্যবসায়ীকে উচ্ছেদ করা হবে না। সবাই নিশ্চিন্তে ব্যবসা করতে পারবেন। তাঁর এই আশ্বাসে খুশি ব্যবসায়ীরা।

ফুটপাত দখল সংক্রান্ত সমস্যায় দীর্ঘদিন ধরেই অসন্তোষ চলছিল। এবার প্রশাসন ও জনপ্রতিনিধির হস্তক্ষেপে সেই জট কাটতে শুরু করেছে বলে মনে করছেন স্থানীয় ব্যবসায়ী মহল।
বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।