
মহম্মদ বাজার, সজল সেখ : শুক্রবার সন্ধ্যায় শেওড়াকুড়ি মোড়ে হানা দিয়ে বিপুল পরিমাণ বেআইনি লটারি বাজেয়াপ্ত করল মহম্মদ বাজার থানার পুলিশ। উদ্ধার হয়েছে আনুমানিক আড়াই কোটি টাকার লটারি টিকিট।
গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামে পুলিশ। ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয় দোকান মালিক তথা লটারি বিক্রেতাকে। প্রাথমিক জেরায় সে স্বীকার করেছে, দীর্ঘদিন ধরেই এই ব্যবসার সঙ্গে যুক্ত। তবে এর পিছনে আরও বড়ো কোনও চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এক পুলিশ আধিকারিক জানান— “আমরা বিপুল পরিমাণ বেআইনি লটারি উদ্ধার করেছি। শুধু দোকানদার নয়, এর সঙ্গে অন্য কারা যুক্ত, তদন্তে তা খুঁজে দেখা হবে।”
এই অভিযানের ফলে এলাকায় স্বস্তি ফিরেছে। স্থানীয়দের দাবি, অবৈধ লটারি বন্ধ হলে বহু মানুষ প্রতারণার জাল থেকে মুক্তি পাবেন।
বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।