জয়দেব-কেন্দুলীতে শুরু হল 'রাজ্য বাউল উৎসব'
জয়দেব-কেন্দুলীতে শুরু হল 'রাজ্য বাউল উৎসব'

জয়দেব, আমার খবর : অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরের উদ্যোগে বীরভূমের জয়দেব-কেন্দুলীতে শুরু হল ‘রাজ্য বাউল উৎসব’।
উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজ্য অনগ্রসর শ্রেনি কল্যাণ দপ্তরের চেয়ারম্যান অসিত কুমার মাজি, বীরভূম জেলা শাসক বিধান রায়, বোলপুর মহকুমা শাসক অয়ন নাথ সহ অন্যান্য আধিকারিকেরা।
রাজ্যে পালা বদলের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী ২০১১ সালের ১৬ ডিসেম্বর বাউল শিল্পীদের অনগ্রসর শ্রেনি কল্যাণ দপ্তরে অন্তর্ভুক্ত করা হয়। বাউল শিল্পী ও শিল্প সম্পর্কিত ‘উদাসী’ নামে একটি বই প্রকাশিত হয়৷ পাশাপাশি, বাউলের বাদ্যযন্ত্র সামগ্রী, ইলামবাজারের গালা শিল্প, পটচিত্র, কাঁথাস্টিচ প্রভৃতি স্টলও বসে।
বীরভূম জেলা সহ রাজ্যের নদীয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, পূর্ব-বর্ধমান, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগণা, উত্তর ২৪ পরগনা প্রভৃতি জেলা থেকে প্রায় ১৫০ জন বাউল শিল্পী অংশ নিয়েছেন এই উৎসবে৷ ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে রাজ্য বাউল উৎসব৷

প্রসঙ্গত, ১৬৮৩ সালে বর্ধমানের রাজা কীর্তিচন্দ্র বীরভূমের অজয় নদের রাধা-বিনোদের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এই স্থানটির সঙ্গে কবি জয়দেবের নাম জড়িয়ে রয়েছে। ৪০০ বছরের প্রাচীন এই মন্দিরের গায়ে টেরাকোটার কাজের মাধ্যমে বর্ণিত রয়েছে পৌরাণিক কাহিনী সমূহ। রয়েছে নানান দেবদেবীর মূর্তি। প্রতি বছর মকর সংক্রান্তির দিন এখানে একটি মেলা বসে, জয়দেব-কেন্দুলী মেলা৷ যা মূলত বাউল-ফকিরদের মেলা হিসাবেই খ্যাত৷ জয়দেব মানেই বাউলের আখড়া আর লোকগানের পীঠস্থান।
বাউল শিল্পীদের মধ্যে তন্ময় বাউল, সাধু দাস বাউল, গোপীনাথ বাসকি বলেন, “খুব ভালো লাগছে জয়দেবের পূণ্যভূমিতে এই বাউল উৎসব হচ্ছে দেখে৷ এখানে গান গাইতে পারছি, অনেক বাউল শিল্পীদের সঙ্গে মিলিত হতে পারছি এটাই আনন্দের।”
বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।