কৃষি বৈজ্ঞানিকদের মুখোমুখি কৃষকেরা, জাতীয় সম্মেলনে নতুন দিশা
কৃষি বৈজ্ঞানিকদের মুখোমুখি কৃষকেরা, জাতীয় সম্মেলনে নতুন দিশা

শান্তিনিকেতন, দেবস্মিতা চট্টোপাধ্যায় : বিশ্বভারতীতে হল কৃষি প্রযুক্তি বিষয়ক জাতীয় সম্মেলন।
কৃষি বৈজ্ঞানিকদের মুখোমুখি হলেন বীরভূম জেলার কৃষকেরা। কৃষিজমি কেন্দ্রিক নানা বিষয়ের আদানপ্রদান হল তাঁদের মধ্যে। আধুনিক কৃষি প্রযুক্তি ও জলবায়ু-উপযোগী কৃষিকাজকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার থেকে বিশ্বভারতীর পল্লীশিক্ষা ভবনে চলছিল “AAAS জাতীয় সম্মেলন”। এবারের মূল বিষয় ছিল, “Transformative Approaches and Smart Technology in Plant & Animal Health for Sustainable & Climate-Ready Agriculture”।

সম্মেলনের আয়োজন করেছিল বিশ্বভারতীর পল্লীশিক্ষা ভবনের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ, সহযোগিতায় ছিল একাডেমি ফর অ্যাডভান্সমেন্ট অফ এগ্রিকালচারাল সায়েন্সেস (AAAS), কল্যাণী। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ও এ.এ.এ.এস.-এর বর্তমান সভাপতি ড. ধরণী ধর পাত্র। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ পশুচিকিৎসা ও প্রাণীবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. পূর্ণেন্দু বিশ্বাস এবং বর্তমান উপাচার্য ড. টি.কে. দত্ত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লীশিক্ষা ভবনের অধ্যক্ষ প্রফেসর বিনয় কুমার সারেন।
প্রধান অতিথি ড. ধরণী ধর পাত্র তাঁর বক্তৃতায় কৃষি ও পশুপালনের স্বাস্থ্য রক্ষায় স্মার্ট টেকনোলজির ব্যবহার এবং ভবিষ্যতে কৃষিকে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জের উপযোগী করে তুলতে বৈজ্ঞানিক গবেষণার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

বিশেষ অতিথি ড. পূর্ণেন্দু বিশ্বাস ও ড. টি.কে. দত্ত কৃষি উৎপাদন বৃদ্ধি, রোগ নিয়ন্ত্রণ এবং আধুনিক প্রযুক্তি প্রয়োগের বাস্তব অভিজ্ঞতা ভাগ করে নেন।
দু’দিনব্যাপী জাতীয় এই সম্মেলনে কৃষি ও পশুপালনে নতুন গবেষণা, উদ্ভাবনী প্রযুক্তি এবং টেকসই কৃষি পদ্ধতির উপর বিভিন্ন সেশন ছিল। দেশের বিভিন্ন অংশের বিশেষজ্ঞ বৈজ্ঞানিকরা অংশ নিয়ে কীভাবে আধুনিক প্রযুক্তি, বায়োটেকনোলজি ও স্মার্ট কৃষি কৌশল জলবায়ু পরিবর্তনের যুগে কৃষকদের জন্য সহায়ক হতে পারে সে ব্যাপারে আলোচনা করেন।

সম্মেলনের আয়োজকরা আশা প্রকাশ করেছেন, এই আলোচনা ও গবেষণা বিনিময়ের মাধ্যমে কৃষি ও প্রাণিসম্পদ উন্নয়নে এক নতুন দিশা মিলবে।
বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।