
সিউড়ি, সজল সেখ : মহালয়ার ভোর মানেই পূর্বপুরুষের আত্মার উদ্দেশ্যে তর্পণ। এই আচার প্রাচীনকাল থেকেই বাঙালি হিন্দু সমাজে এক বিশেষ তাৎপর্য বহন করে আসছে। পিতৃপক্ষের সমাপ্তি ও দেবীপক্ষের সূচনায় গঙ্গার ঘাট কিংবা জলাশয়ে পূর্বপুরুষকে স্মরণ করার এই আদি প্রথা আজও সমান ভক্তিভরে পালিত হয়।
এদিন সিউড়ির তিলপাড়া ব্যারাজেও ভোর থেকে তর্পণ করতে মানুষের ঢল নামে। বহু পরিবার প্রজন্ম ধরে এখানে এসে তর্পণ করে চলেছে। স্থানীয়ভাবে বিশ্বাস, তিলপাড়ার জলে তর্পণ করলে পূণ্য লাভ হয় এবং পিতৃপুরুষের আত্মা শান্তি পায়।

প্রশাসনের পক্ষ থেকে এবছর নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। ব্যারিকেড দিয়ে ব্যারাজের অংশ ঘিরে রাখা হয়েছে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। অন্যদিকে, ব্যারাজে মেরামতির কাজ চলতে থাকায় জল নিয়ে আশঙ্কা থাকলেও ভোর থেকেই যথেষ্ট জল দেখা যায়। ফলে নির্বিঘ্নেই শেষ হয় তর্পণ।
বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।