জেলার খবর
Trending

একদিন নিখোঁজ থাকার পর দিঘি থেকে মৃতদেহ উদ্ধার

একদিন নিখোঁজ থাকার পর দিঘি থেকে মৃতদেহ উদ্ধার

বোলপুর, মুনতাজ রহমান : একদিন নিখোঁজ থাকার পর দিঘি থেকে মৃতদেহ উদ্ধার হল বোলপুর মকরমপুর বাগান বাড়ার বাসিন্দা
নদীয়া হেমরমের। এদিন দুপুরে পারুলডাঙা রক্তকুরি নামে এক দীঘিতে একজনের মৃতদেহ ভাসতে দেখেন। মৃতদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই খবর পৌঁছাই নিখোঁজ থাকা পরিবারে। ঘটনাস্থলে ছুটে আসেন পরিবারের লোক জনেরা। খবর দেওয়া হয় শান্তিনিকেতন থানার পুলিশকে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যান বোলপুর মহকুমা হাসপাতালে। স্থানীয় বাসিন্দাদের দাবি দিঘির পাড়ে জমিতে চাষ করতেন। দিঘির জলে কিছু করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার।

পরিবারের দাবি সব সময় নেশাগ্রস্থ অবস্থায় থাকতো। নেশাগ্রস্ত থাকার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে।

বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।

Related Articles

Back to top button