জেলার খবর
Trending

Santiniketan - আমাদের শান্তিনিকেতন #rampurhat #BolpurNews #birbhumnews #bolpurbirbhum #bolpursantiniketan #visvabharati #Dubrajpur #bolpur #santiniketan #suri #Birbhum #bolpursantiniketan #BirbhumDistrict

রামপুরহাটে নাবালিকা খুনের প্রতিবাদে বোলপুরে কংগ্রেসের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি, বোলপুর : রামপুরহাটের বারোমেশিয়া গ্রামে নাবালিকার বস্তাভর্তি দেহ উদ্ধারের ঘটনায় উত্তেজনা অব্যাহত। শ্যামপাহাড়ি শ্রী রামকৃষ্ণ শিক্ষা পীঠ স্কুলের এক শিক্ষককে পুলিশ গ্রেফতার করার পর থেকেই এলাকায় ক্ষোভ ছড়িয়েছে। স্কুলে প্রধান শিক্ষককে জনতার বেধড়ক মারধর, স্কুল চত্বরে বিক্ষোভ এবং রাস্তা অবরোধের ঘটনাও ঘটে।

আজ সেই ঘটনার প্রতিবাদে বোলপুর শহরে বিক্ষোভ মিছিল করল প্রদেশ কংগ্রেস। শহরের দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে পথ পরিক্রমা শেষে চিত্রা মোড়ে শেষ হয়। সেখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা। এর ফলে কিছুক্ষণ যানজটের পরিস্থিতি তৈরি হয়।

কংগ্রেস কর্মীদের দাবি, নাবালিকা খুনে জড়িত সকলকে অবিলম্বে গ্রেফতার করে দোষীদের ফাঁসি দিতে হবে। বিক্ষোভে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক মিল্টন রশিদ, বোলপুর মহকুমা সভাপতি তপন সাহা, শহর কংগ্রেস সভাপতি শিব কিঙ্কর সাহা, জেলা সদস্য জয়দেব মুখার্জি সহ শহর ও ব্লক কংগ্রেস কর্মীরা।

বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।

Related Articles

Back to top button